Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীদের জন্য পৃথক ইউনিট চালু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৩ ২২:২৭

ঢাকা: এনসিসি ব্যাংক নারীদের জন্য পৃথক একটি নারী ইউনিট চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রহমান। তিনি বলেন, নারী ইউনিটটি সম্পূর্ণ এনসিসি ব্যাংকের নারী কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হবে। দেশে নারী উদ্যোক্তা তৈরিতে এবং নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে এই ইউনিট করা হচ্ছে।

বুধবার (১৭ মে) এনসিসি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসব কথা বলেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, এম আশেক রহমান, মো. জাকির আনাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদ মামদুদুর রহমান বলেন, ‘২০২২ সালে সারা বিশ্বের অর্থনৈতিক স্থরিতা, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া এবং চলমান ডলার সংকট থাকার পরও আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। এই সময়ে প্রায় ৭১৫ কোটি টাকা অপারেটিং প্রোফিট অর্জন করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘এনসিসি ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং জগতে আজ সর্বজনবিদিত একটি নাম, একটি আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। ১৯৯৩ সালের ১৭ মে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক নামে পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে। মাত্র ১৬টি শাখা নিয়ে যাত্রা শুরু করে কালের পরিক্রমায় বর্তমানে এনসিসি ব্যাংকের দেশব্যাপী ১২৫টি পূর্ণাঙ্গ শাখা এবং ছয়টি উপ-শাখাযর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক সেবা পৌঁছে দিচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বৈধ পথে প্রবাসীদের অর্থ নিকটজনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এনসিসি ব্যাংক নজির সৃষ্টি করেছে। রেমিট্যান্স প্রবাহকে আরও জোরদার করতে বিশ্বের বিভিন্ন দেশের মানি ট্রান্সফার কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ মানি ট্রান্সফার কোম্পানি মানিগ্রামের সুপার এজেন্ট।’

এনসিসি ব্যাংকের এমডি বলেন, ‘এনসিসি ব্যাংক এনআরবি গৃহঋণ ও এনসিসি বৈদেশিক কর্মসংস্থান ঋণ নামে দুটি সেবা চালু করেছি। এছাড়াও আমরা গ্রাহকদের চাহিদা এবং বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রচলিত ধারার ব্যাংকিংয়ের পাশাপাশি ২০২২ সালের ২৭ নভেম্বর থেকে ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। যা দেশের ব্যাংকিং সেক্টরসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘আমরা ব্যাংকিং সেবাকে পেপারলেস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যা গ্রিন ব্যাংকিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। বর্তমান প্রেক্ষাপটে সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব অপরিসীম। সে কারণেই বিভিন্ন সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনার করে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা গ্রিন ফাইনান্স এবং সাসটেনেবল ফাইন্যান্সের প্রতি গুরুত্বারোপ করেছি।’

সংবাদ সম্মেলনে ব্যাংকটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনসিসি ব্যাংকের কার্ডের গ্রাহকরা দেশের যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ ফ্রি সুবিধা পাবেন বলে জানান মোহাম্মদ মামদুদুর রহমান।

সারাবাংলা/জিএস/পিটিএম

এনসিসি ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর