Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিল্ড ট্রিপে এনএসইউ’র টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়ার শিক্ষার্থীরা

সারাবাংলা ডেস্ক
১৭ মে ২০২৩ ২০:৫৫

ঢাকা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড জার্নালিজমের বিভাগের উদ্যেগে শুক্রবার (১২ মে) কুমিল্লার ময়নামতিতে টেলিভিশন অ্যান্ড নিউমিডিয়া কোর্সের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়। পার্ট টাইম শিক্ষক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের তত্ত্বাবধানে এতে ২১ জন শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপে কুমিল্লার কোটবাড়ীর ময়নামতির প্রত্নসম্পদের অপরুপ সৌন্দর্য উপভোগ করেন এবং ঐতিহাসিক নিদর্শন, স্থাপনা, পুরাকীর্তির ইতিহাস জানার চেষ্টা করেন। এছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা ফটোগ্রাফি ও ডকুমেন্টারি তৈরি করেন।

বিজ্ঞাপন

কোর্স ফ্যাকাল্টি ড. শরীফুল ইসলাম মনে করেন, শুধু ক্লাস রুমেই শিক্ষা নয়, ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী ও প্র্যাকটিকাল জ্ঞান অর্জন করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।

এনএসইউ’র মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগের টেলিভিশন অ্যান্ড নিউ মিডিয়া কোর্সটি জিইডি কোর্স হিসেবে শিক্ষার্থী মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ২০টি সেকশনে প্রায় ৮০০ শিক্ষার্থী কোর্সটি করছে।

সারাবাংলা/পিটিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর