Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসাইলে ভোট সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে যাবেন কাদের সিদ্দিকী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ২০:৫৪

ঢাকা: টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় সুষ্ঠু ভোট করতে পারলে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

মঙ্গলবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সোয়া এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এ কথা জানান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান ছাড়া অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর আমাদের দল কোনো নির্বাচনে অংশ নেয়নি। টাঙ্গাইলের বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। আমরা জানতে এসেছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, সরকারের প্রভাবমুক্ত করতে পারবে কি না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করতে পারলে আমরা অংশ নেব। আর বাসাইল নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনেও অংশ নেব।’

নির্বাচন কমিশনের আশ্বাসে আশ্বস্ত হয়েছেন জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘তারা বলেছেন তাদের সাধ্যমত সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইলের পৌরসভা নির্বাচন উপহার দেবেন।’ তিনি বলেন, ‘কোন দল অংশ নিল, ক’টি দল অংশ নিল, এটার চেয়ে আমি মনে করি কতসংখ্যক ভোটার তার ইচ্ছেমতো উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলেন; এটাই সব থেকে বড় কথা।’

নির্বাচন কমিশন যে কথা দিয়েছে, তার মাধ্যমে ক্ষয়িষ্ণু নির্বাচন পদ্ধতি প্রাণ ফিরে পাবে বলে মনে করেন কাদের সিদ্দিকী। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন প্রথম প্রথম অনেক এলোমেলো কথা বলেছিল অভিযোগ করে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে তারা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন কী? তাদের এলোমেলো কথা অনেক কমে গেছে। বলতে গেলে এখন সেরকম কিছু নেই। সেজন্য আমরা উৎসাহী হয়ে এসেছি। যতদিন নির্বাচন কমিশন থাকবে ততদিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’

বিজ্ঞাপন

কৃষক শ্রমিক জনতা লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের আশ্বাসে আমি আশ্বস্ত হয়েছি। তারা বলেছে, তাদের সাধ্যমতো সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইল পৌরসভা নির্বাচন উপহার দেবে। আজ নির্বাচন কমিশনের অনেকগুলো কথার সঙ্গে একমত পোষণ করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “নির্বাচনের সময় নির্বাচন কমিশন হচ্ছে ‘সরকার’। দলীয় সরকার থাকবে আজ্ঞাবহ। তবে এটা ততটা দেখা যায় না। আমরা প্রত্যাশা করব, পুবদিক দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যাওয়ার আগেই এই পরিবর্তন যেন দেখতে পাই।”

এদিন কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের ১৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সংলাপের দাওয়াত দিলে প্রথম দফায় অংশ নেয়নি কৃষক শ্রমিক জনতা লীগ। এবার স্বেচ্ছায় দলটি কমিশনের কাছ থেকে সময় নিয়ে বৈঠকে অংশ নিল।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ বঙ্গবীর কাদের সিদ্দিকী বাসাইল পৌর নির্বাচন