নিউজিল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ৬
১৬ মে ২০২৩ ১৭:৩২
নিউজিল্যান্ডের একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
সোমবার (১৫ মে) দিবাগত রাতে রাজধানী ওয়েলিংটনের পার্শ্ববর্তী এলাকা নিউ টাউনের চার তলাবিশিষ্ট লোফারস লজের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ৯২ কক্ষবিশিষ্ট হোস্টেলের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। ভবনের ছাদও ধসে পড়ে।
পুলিশ বলেছে, আগুনে হোস্টেলের বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে। এতে পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। হোস্টেল থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি নিউজিল্যান্ড (এফইএনজেড) কমান্ডার ব্রুস স্টাবস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ছাদ ধসের কারণে উল্লেখযোগ্য পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা ছয়জনের মৃতদেহ খুঁজে পেয়েছি। আগুনের কারণ এখনও জানা যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হপকিন্স। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সারাবাংলা/আইই