Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা কারবারি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এএসআই আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ১৭:১৪

ঢাকা: রাজধানীর বাটা সিগন্যাল এলাকায় মাদক কারবারি ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিউমার্কেট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুরের দিকে আহত ওই পুলিশ সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এর আগে, গতকাল রাতে ওই পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাটা সিগন্যাল এলাকায় মাদক কারবারিদের ধরতে যান নজরুলসহ কয়েকজন পুলিশ সদস্য। সোহেল নামে এক মাদক কারবারিকে জাপটে ধরে ফেলেন নজরুল ইসলাম। এ সময় কাছে থাকা ছুরি দিয়ে এএসআই নজরুলের বাম হাতে আঘাত করেন মাদক কারবারি সোহেল।

ওসি আরও জানান, রাতেই আহত নজরুলকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল নেওয়া হয়। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনার ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে ওসি জানান।

সারাবাংলা/এসএসআর/একে

ইয়াবা টপ নিউজ পুলিশ কর্মকর্তা মাদক কারবারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর