Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কনস্টেবল খুন: দণ্ডিত অটোরিকশা চালক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ১৬:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশ কনস্টেবলকে খুনের পর হত্যাকারীদের পালাতে সহযোগিতা করা অটোরিকশা চালককে ঘটনার নয় বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। সম্প্রতি ওই মামলায় এই চালকের ১০ বছর কারাদণ্ড হয়েছে।

সোমবার (১৫ মে) রাতে নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতার মো. মনিরের বাড়ি কুমিল্লা জেলায়। চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকায় বসবাস করে মনির সিএনজি অটোরিকশা চালাতেন বলে র‌্যাব জানিয়েছে।

২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে নগরীর আগ্রাবাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন চট্টগ্রাম নগর পুলিশের কনস্টেবল ফরিদ উদ্দিন। এ ঘটনায় ডবলমুরিং থানার তৎকালীন এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। গত ৯ মে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ মামলার আসামি তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অটোরিকশা চালক মনিরকে ১০ বছরের কারাদণ্ড দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

অটোরিকশা চালক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর