Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়তি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ১৬:২৯

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েনা কনভেনশন অনুসারে যেকোনো আয়োজক দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন প্রাঙ্গণের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ নিয়ে বাধ্যবাধকতা রয়েছে। দূতাবাসের কর্মীদের উপর কোনো আক্রমণ হলে তাদের প্রতিরোধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ মে) যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-প্রধান মুখপাত্র। দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ মে) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। মূলত যেসব রাষ্ট্রদূত বা হাইকমিশনার বাইরে চলাচলের সময় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেয়ে থাকেন তাদের জন্য পুলিশের পরিবর্তে এখন থেকে আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্য গণমাধ্যমকে জানানোর পর এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কী ভাবছে তা জানতে চাওয়া হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি বাংলাদেশে রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি মার্কিন দূতাবাস বা এর কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিশদ বিবরণ দিতে চাচ্ছি না। তবে ভিয়েনা কনভেনশন অনুসারে যেকেনো দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন প্রাঙ্গণের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ নিয়ে বাধ্যবাধকতা রয়েছে।’

তিনি বলেন, ‘দূতাবাসের কর্মীদের উপর কোনো আক্রমণ হলে তাদের প্রতিরোধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আমাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দু’টি পৃথক প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি করা হয় বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে। নির্বাচনে বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে অংশ না নিলে কী হবে? উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘বিশ্বজুড়ে যেকোনো নির্বাচনে আমাদের প্রত্যাশা হলো– এটি অবাধ ও সুষ্ঠু হতে হবে। তবে এর বাইরে রাজনৈতিক দল বা প্রার্থী বা এই জাতীয় কিছুর ক্ষেত্রে অন্তর্দৃষ্টি দেওয়ার মতো কিছুই নেই।’

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমার কাছে কোনো নিষেধাজ্ঞা বা এ জাতীয় কোনো বিষয়ে নতুন খবরও নেই। তবে বিস্তৃতভাবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের কথা বললে– আপনি আমাকে আগেও এটা বলতে শুনেছেন যে, গত বছর আমাদের দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে। আমরা যার জন্য অপেক্ষা করছি তা হলো- রাজনৈতিক দল বা প্রার্থী নির্বিশেষে সেই সম্পর্ককে আরও গভীর করবে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সহযোগিতাকে আরও দৃঢ় হবে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ প্রত্যাহার বাড়তি নিরাপত্তা বেদান্ত প্যাটেল মার্কিন পররাষ্ট্র দফতর

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর