মোখা তাণ্ডবে মিয়ানমারে কয়েকশ মৃত্যুর আশঙ্কা
১৬ মে ২০২৩ ১৫:১২ | আপডেট: ১৬ মে ২০২৩ ১৬:৪৪
ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকশ মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের সংবাদ মাধ্যম মিয়ানমার নাউ বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
গত রোববার (১৪ মে) বিকেলে মিয়ানমারের রাখাইন অঞ্চলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে শহরের প্রায় ৯০ শতাংশই মোখার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটওয়ের আশেপাশে অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।
মিয়ানমার নাউ-এর সঙ্গে কথা বলা সরকারি সূত্র নিশ্চিত করেছে, তারা ঝড়ের শিকার ২০টির বেশি মৃতদেহ দেখেছেন। এরা থেত কে পাইন এবং দাহ পাইং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এছাড়া বঙ্গোপসাগরের উপকূলবর্তী সানপ্যা, ওহন তাও গি, বাও দুবা এবং বায়দা গ্রামের মৃতদেহ দেখা গেছে। এসব এলাকায় ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় প্রায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হেনেছিল।
এছাড়া স্থানীয় বাসিন্দারা অনেকের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
সবমিলিয়ে রাখাইন রাজ্যে এখন পর্যন্ত কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে শেষ পর্যন্ত মৃতের সংখ্যাও কয়েকশ দাঁড়াতে পারে।
সারাবাংলা/আইই