Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ১৪:৪৯

ছবি: সারাবাংলা

রংপুর: রংপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৬ মে) দুপুর পোনে ১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বৈদ্যুতিক মিটার বক্স থেকে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে মিটার বক্স থেকে ধোঁয়া বের হয়। এরপর ধীরে ধীরে কার্যালয়ের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকটি মিটার পুড়ে যায়। তবে কোন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসে কর্মীরা কমিশনার কার্যালয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কয়েকটি বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আমাদের দাফতরিক নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।’

সারাবাংলা/এনএস

রংপুর মেট্রোপলিটন পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর