নৌকার ৩ সমর্থককে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতাসহ আটক ১০
১৫ মে ২০২৩ ১১:১৩ | আপডেট: ১৫ মে ২০২৩ ১৩:৪৩
বরিশাল: নৌকার প্রচারণা চালানোয় আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) তিন সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ মে) গভীর রাতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক সবাই ছাত্রলীগের নেতাকর্মী এবং বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী বলে জানা গেছে।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল হক জানান, নগরের বিসিক এলাকা থেকে আট জন এবং হাসপাতাল রোডের একটি বাড়ির পিছনের বাগান থেকে মান্নাসহ দুই জনকে আটক করা হয়েছে।
এর আগে, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে মান্না ও তার সহযোগীদের বিরুদ্ধে। সেখানে পিস্তল, রামদা, রড ও লাঠির ব্যবহার করা হয় বলে জানান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।
আহত তিন জন হলেন- সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হালিম শাহ, মনু ও জাহিদ ভূঁইয়া। আহত হালিম শাহ অভিযোগ করে বলেন, ‘রোববার আমাদের এক বন্ধুর মরদেহ কীর্তনখোলা নদীতে পাওয়া যায়। সন্ধ্যায় তাকে দাহ করতে মহাশশ্মানে নেওয়া হয়। সেখান থেকে নৌকার প্রধান নির্বাচনি কার্যালয়ে ফেরার পথে মান্না তার বাহিনী নিয়ে আমাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে।’
মনু ও জাহিদ ভূঁইয়া বলেন, ‘মান্নার সঙ্গে আমাদের কোনো বিরোধ বা কথা কাটাকাটিও হয়নি। আমাদের অন্যায় হলো- আমরা নৌকার জন্য কাজ করি। এ কারণে আমাদের কুপিয়েছে। আমরা যেন নৌকার পক্ষে কাজ না করি সেজন্য পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে।’
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ‘মান্নাসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’
এদিকে, কর্মীদের মারধর ও হুমকির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
সারাবাংলা/পিটিএম