তুরস্কে এগিয়ে এরদোগান, মানছেন না কামাল
১৫ মে ২০২৩ ০১:২১ | আপডেট: ১৫ মে ২০২৩ ০২:১০
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করেছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম অনুযায়ী আংশিক গণনায় পাওয়া ফলাফলে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। তবে বিরোধী শিবির থেকে দাবি করা হচ্ছে—এরদোগান নন, প্রেসিডেন্ট হচ্ছেন কামাল কিলিকদারোগ্লু।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১টায় এ প্রতিবেদন লেখার সময় ৮০ শতাংশ ভোট গণনার পর ৫০.৯১ শতাংশ ভোটে এগিয়ে আছেন এরদোগান। কামাল কিলিকদারোগ্লু ৪৩.২৮ শতাংশ ভোট পেয়েছেন। তবে ভোট গণনার সংখ্যা যত বাড়ছে, ততোই কমে আসছে ব্যবধান।
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে মেয়র মনসুর ইয়াভাস রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আনাদুলু অ্যাজেন্সি আর সফল হবে না। আমাদের কাছে পরিসংখ্যান আছে, প্রেসিডেন্ট পদে ভোটের হিসাবে কামলই এগিয়ে। আমরা এটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, কামাল কিলিকদারোগ্লুই হবেন তুরস্কের ১৩তম প্রেসিডেন্ট।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামগ্লুও। তিনি ভাইস প্রেসিডেন্ট পদে বিরোধীদলীয় প্রার্থী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সমালোচনা করে ইমামগ্লু বলেন, ‘আনাদুলু অ্যাজেন্সির খ্যাতি এখন শূন্যর নিচে। নির্বাচনের দৌড়ে প্রাথমিক ফলাফল চূড়ান্ত ফলাফলের কোনো আভাস দেয় না।’
তিনি ব্যাখ্যা করে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে প্রাথমিক ফলাফলে ৬৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন এরদোগান। চূড়ান্ত ফলাফলে যা ৫২ শতাংশে নেমে আসে।’ সেবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এরদোগান।
এক টুইট বার্তায় কামাল কিলিকদারোগ্লুও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য মানতে অস্বীকৃতি জানিয়েছেন। টুইট বার্তায় তিনি বলেছেন, ‘ফলাফলে আমরাই এগিয়ে আছি।’
তবে চূড়ান্ত ফলাফলের আগেই নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করায় বিরোধীদের সমালোচনা করে পাল্টা টুইট করেছেন এরদোগান।
উল্লেখ্য, তুরস্কের সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) জানিয়েছে, নির্বাচনে ৬ কোটি ৪০ লাখ ভোটার ছিলেন। তবে এর মধ্যে ৩০ লাখের মতো ভোটার দেশের বাইরে থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৮০.৩০ শতাংশ। অর্থাৎ, প্রায় ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।
তুরস্কে ২০ বছর ধরে ক্ষমতায় প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। আরও এক দফা ক্ষমতা ধরে রাখার জন্য এবারও প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধীদল ন্যাশনস অ্যালায়েন্সের কামাল কিলিকদারোগ্লু এবং আতা অ্যালায়েন্সের সিনান ওগান।
কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পেলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে। এ নিয়মের কারণে, এরদোগানের ভোট ৫০ শতাংশের নিচে নামলে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তিনি।
সারাবাংলা/আইই