Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

সারাবাংলা ডেস্ক
১৪ মে ২০২৩ ২৩:২৯

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে সোমবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি আগামীকাল ( সোমবার ১৫ মে) সকালে পাবনার উদ্দেষে ঢাকা ছাড়বেন।’

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। এছাড়া  তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

আগামী ১৬ মে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপ্রধানকে সংবর্ধনা দেওয়া হবে।

বাসসের সংবাদদাতা জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য। রঙিন ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশেপাশের এলাকা।

সফর শেষে আগামী ১৮ মে দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা।

সারাবাংলা/এনআর/একে

পাবনা সফর মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর