Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আওয়ামী লীগের ‘নির্বাচনী মনিটরিং সেল’ চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৩ ২৩:২০

চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ সংসদ নির্বাচনের অন্তত আটমাস বাকি থাকতেই চট্টগ্রামে ‘নির্বাচনী মনিটরিং সেল’ চালু করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে এর উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় নির্বাচনী মনিটরিং সেলের সমন্বয়ক সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে কবির বিন আনোয়ার বলেন, ‘মহলবিশেষ পরিস্থিতি ও পরিবেশ যতই ঘোলাটে করার অপচেষ্টা করুক, দ্বাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবেই। এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। কেননা নির্বাচনই হচ্ছে আইনসম্মতভাবে ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার তিন কোটি প্রান্তিক জনগোষ্ঠী ও অনগ্রসর শ্রেণিকে নানাভাবে ভাতাসহ আর্থিক প্রণোদনা দিয়ে যাচ্ছে। তাদের কাছে এই সরকারের অগ্রগতি ও অর্জনের বার্তা পৌঁছে দিতে হবে। এটিই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দল এবং সরকারের সাফল্য ও অর্জনকে জনগণের কাছে পৌঁছে দিতে পারলেই আমরা বিজয়ী হবো। এ কারণে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করতে মনিটরিং সেল গঠনের উদ্যোগ। এই উদ্যোগে নেতাকর্মীদের নিবিড়ভাবে সম্পৃক্ত হতে হবে। আমরা লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানবো, এরপর এখান থেকেই মানুষের ঘরে ঘরে বার্তা পৌছে দেব। আর সামগ্রিক রিপোর্ট এই সেলে সংরক্ষণ করব।’

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ মনিটরিং সেল

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর