বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত রিকশায়, প্রাণ গেল চালকের
১৪ মে ২০২৩ ১৯:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে চলন্ত রিকশায় ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের করুণ মৃত্যু হয়েছে। রিকশা থেকে ছিটকে পড়া চালকের লাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা তৈরি হয়।
রোববার (১৪ মে) সকাল ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই চালককে সড়ক থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত মো. জাহেদুলের (২৫) বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। বাসা চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত জাহেদুলকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম