ওমানকে দ্রুত এলএনজি সরবরাহের অনুরোধ জ্বালানি প্রতিমন্ত্রীর
১৪ মে ২০২৩ ১৭:৫৪ | আপডেট: ১৪ মে ২০২৩ ১৭:৫৮
ঢাকা: আমদানি চুক্তির আওতায় ওমানকে দ্রুততম সময়ে কয়েক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১৪ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফ্ফার আল বুলুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন। এসময় তিনি প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রফতানির উপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভাতৃপ্রতীম এই দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন।
এসময় তিনি ওমানের রাষ্ট্রদূতকে আগের চুক্তির ধারাবাহিকতায় অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দেওয়ার অনুরোধ করেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এসময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/আইই