Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসি মেরামতের সময় নিচে পড়ে টেকনিশিয়ানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ২৩:৪৯

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর রোডের একটি বাসার এসি মেরামত করতে গিয়ে নিচে পড়ে সুজন কুমার দাস (২৯) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) বেলা দেড়টার দিকে ধানমন্ডির রোড নম্বর ৮/এ-এর এক বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু সুজনকে সহকর্মীরা উদ্ধার করে নিউরোসাইয়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ বিষয়ে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, সুজনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। তার বাবার নাম হারাধন দাস। বর্তমানে মিরপুর এলাকায় থাকতেন। এসি মেরামতের কাজ করতেন তিনি।

তিনি আরও জানান, দুপুরে ধানমন্ডিতে ছয় তলা বাড়ির বাইরেরর দিকে এসি মেরামতের কাজ করছিলেন সুজন। এ সময় হঠাৎ করেই তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুজনকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, খবর পেয়ে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে সুজনের মৃতদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

এসি মেরামত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর