Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে অধিকাংশ কলকারখানায় ছুটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ২২:৫৫

চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণিঝড় মোখা’র আঘাতের আশঙ্কায় চট্টগ্রামের অধিকাংশ কলকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। জরুরি রফতানি আদেশ থাকায় কিছু কারখানা খোলা থাকলেও রোববার সকালে আবহাওয়া পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ক্রমশ ধেয়ে আসা শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা’র প্রভাব এড়াতে কক্সবাজারের মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুক্রবার (১২ মে) রাতে বন্ধ করে দেওয়া হয়। গ্যাসের অভাবে চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অভ্যন্তরীণ ৭২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শনিবার বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় সিইপিজেড কর্তৃপক্ষ রোববার বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে বলে সার্কুলার জারি করেছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে সিইপিজেডের নির্বাহী পরিচালক মো: আব্দুস সোবহান বলেন, ‘বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ বন্ধ রাখার সার্কুলার জারির পর ইপিজেডের অর্ধেকের বেশি কারখানায় রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। কিছু কারখানার শিপমেন্ট শিডিউলের কারণে নিজস্ব জেনারেটরের মাধ্যমে চালু রাখা হয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি বিবেচনা করে রোববার সকালের মধ্যে এসব কারখানা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে আমাদের জানিয়েছে।’

এদিকে কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায়ও (কেইপিজেড) প্রায় সব কারখানায় রোববার ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামের দুটি ইপিজেড-এর ১৭৭টি কারখানায় প্রায় আড়াই লাখ শ্রমিক কাজ করেন।

তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী জানিয়েছেন, সদস্যভুক্ত ২৪৭টি কারখানার মধ্যে অর্ডার তেমন নেই, এমন কারখানায় শনিবার বিকেল ৪টায় ছুটি দেওয়া হয়েছে। এগুলো রোববার বন্ধ রাখার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছে। তবে যেসব কারখানায় শিপমেন্টের বিষয় আছে, সেগুলো খোলা থাকলেও রোববার সকালে আবহাওয়া পরিস্থিতি দেখে সিদ্ধান্ত জানাবে।

বিজ্ঞাপন

বিকেএমইএ’র পরিচালক গাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, ‘কারখানা ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছি। যতদূর জেনেছি, বিকেএমইএ সদস্যদের অধিকাংশ কারখানা কাল (রোববার) বন্ধ থাকবে। অন্যরাও সকালের পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

সারাবাংলা/আরডি/একে

ঘূর্ণিঝড় টপ নিউজ মোখা

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর