Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের শেকড় গজিয়েছে আবুল বাজানদারের হাতে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ২২:০৪ | আপডেট: ১৪ মে ২০২৩ ১২:৩৭

ঢাকা: বিরল রোগে আক্রান্ত (বৃক্ষ মানব) আবুল বাজানদার ফের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ মে) ঢামেক বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়।

আবুল বাজানদার বলেন, ‘আমাকে চিকিৎসকরা ভর্তি হতে বলেছেন। তাই আজ ভর্তি হলাম। আমি বার্ন ইউনিটের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছি।’

তিনি বলেন, ‘২০১৬ সাল থেকে চিকিৎসক স্যাররা ধারাবাহিকভাবে আমার ২৫ বার অস্ত্রোপচার করেন। তারা আমার হাতে-পায়ে গজিয়ে ওঠা গাছের মতো দেখতে শেকড়গুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে সব কেটে ফেলেন। পরিপূর্ণ সুস্থ হলেও আস্তে আস্তে সেগুলো নতুন করে উঠতে থাকে। বর্তমানে আমার হাত-পায়ের অবস্থা আগের মতোই হয়েছে।’

ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আবুল বাজানদার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানানো হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে আবুল বাজানদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তখন তার হাত-পা স্বাভাবিক অবস্থায় ছিল না। গাছের শিকড়ের মতো শক্ত অতিরিক্ত অংশ হাত ও পা বদলে দিয়েছিল। এরপর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি নির্দেশ দেন আবুলের সব খরচ রাষ্ট্রীয়ভাবে করার। থাকা-খাওয়া, ওষুধ, অপারেশন কোনোকিছুর জন্যই আবুলকে অর্থ দিতে হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষই এসব ব্যবস্থা করে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আবুল বাজানদার শেকড়