গাছ বাঁচিয়ে উন্নয়নে গুরুত্ব দিচ্ছি: মেয়র আতিক
১৩ মে ২০২৩ ১৯:৫২ | আপডেট: ১৩ মে ২০২৩ ২০:০১
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গাছ না কেটে বরং সবুজায়নের দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। উন্নয়ন কাজের স্বার্থে গাছ কাটা নয় বরং গাছ লাগানো বা গাছ বাঁচিয়ে রাখা হচ্ছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম শনিবার (১৩ মে) এ সব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মহাখালী আমতলী থেকে গুলশান–১ পর্যন্ত ৫৯টি গাছের মধ্যে মাত্র ৪টি গাছ কাটতে হয়েছে। কোথায় কোন গাছ লাগাব এর একটি পলিসি তৈরি করেছি। আমরা একটি বই তৈরি করেছি। পাখির জন্য কী কী গাছ প্রয়োজন সে গাছ লাগানো হবে।’
মেয়র বলেন, ‘আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও পাখ-পাখালির খাবারসহ প্রাণবৈচিত্র্যের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে তার মেয়াদকালে নেওয়া কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মেয়র। এ সময় মেয়র বলেন, ‘কল্যাণপুর রিটেনশন পুকুরকে একটি অত্যাধুনিক হাইড্রো ইকো পার্কে নির্মাণের জন্য ৫৩ একর জমি অধিগ্রহণ করে খননকাজ চলছে। এখান থেকে ৩০ লাখ ঘনফুট মাটি ও স্ল্যাজ অপসারণ করা হয়েছে। এ ছাড়া এক বছরে খাল থেকে প্রায় ২ লাখ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।’
‘ঢাকা উত্তর সিটিতে ১২৫০ কিলোমিটার ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয়। আমরা আন্ডারগ্রাউন্ড এসটিএস তৈরি করার বিষয়ে কাজ এগিয়ে নিচ্ছি। উত্তর সিটি এলাকায় ৫২টি এসটিএস রয়েছে। এ বছর নতুন করে ৯টি করা হয়েছে, ৩টির কাজ চলমান।’
আরও পড়ুন: ঢাকার ২ মেয়রের তিন বছর: প্রতিশ্রুতি বেশি, বাস্তবায়ন কম
মাঠ ও পার্ক বিষয়ে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী বালুর মাঠকে পার্ক ও মাঠ নির্মাণের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ চলছে। এ ছাড়া একটি পার্কের প্রাথমিক নকশায় গাছকাটার প্রয়োজন ছিল। কিন্তু তাই গাছ রেখেই উন্নয়ন করার নির্দেশ দেওয়ায় নতুন করে পরিকল্পনা প্রণয়ন করে কাজ শুরু করতে একটি দেরি হচ্ছে। এছাড়া আরও কয়েকটি মাঠ ও পার্ক উন্নয়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মিরপুরের প্যারিস রোডে পরিত্যক্ত ভাগাড় ছিল। জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে ২২শ ট্রাক বালু ফেলে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।’
মশা নিয়ন্ত্রণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মেয়র বলেন, ‘গত বছরের থেকে ভিন্ন এক মডেলে গিয়ে এবার মশা নিয়ন্ত্রণে কাজ করব। আগামী ২ সপ্তাহের মধ্যে ওষুধ চলে আসবে। আমরা লার্ভাসাইডে গুরুত্ব দেব, ক্যাম্পেইন করব।’
ছাদ বাগানে মশার প্রজনন চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করার বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘ড্রোন প্রযুক্তির মাধ্যমে প্রায় ২৮ হাজার বাড়ির ছাদ পরীক্ষা করে ২২ শ বাড়িতে ছাদ বাগান চিহ্নিত করা হয়েছে। ২০০ বাড়িতে মশার প্রজনন ক্ষেত্র থাকার মতো পানির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া পাঠ্যপুস্তকে মশা নিধন বিষয়ে সচেতনতা সৃষ্টি স্থানীয় সরকার মন্ত্রণালয়য়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য ড্রয়িং বুক তৈরির কাজ চলছে।’
এ ছাড়াও মেয়রস কাপ, পাড়া উৎসব, বায়ু দূষণ কমাতে স্প্রে-ক্যানন, ১০টি ব্রাউজার দিয়ে ৪ লাখ লিটার পানি ছিটানো, ছাদকৃষি কর্মশালা, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, পয়ঃবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধ, স্কুলবাস চালু, ক্যাশলেস ব্যবস্থার আওতায় হোল্ডিং ট্যাক্স, রিকশার লাইসেন্স ইত্যাদি অনলাইনে দেওয়ার সুযোগ সৃষ্টি, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদসহ অসংখ্য সফলতার উদাহরণ তুলে ধরেন।
পরবর্তী সময়ে এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘মিরপুর-১০-এ চাঁদাবাজির কোনো প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/আরএফ/একে