ইউএস-বাংলার ফ্লাইট ২ দিন বন্ধ
১৩ মে ২০২৩ ১৭:৪৯
ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রামের বিমানবন্দর বন্ধ রয়েছে। ফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার ও চট্টগ্রামের সকল ফ্লাইট শনি ও রোববার (১৩-১৪ মে) মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার (১৩মে) বিকেলে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রীদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস অফিসে যোগাযোগ করে পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণের জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া শনি ও রোববারে চট্টগ্রাম ও কক্সবাজার যাত্রা বাতিল করে টিকেটের সমপরিমাণ অর্থ ফেরত নিতে পারবেন যাত্রীরা। তবে যে যাত্রীদের কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে যাত্রার তারিখ নির্ধারিত ছিল, তাদের ফ্লাইট সূচির কমপক্ষে চার ঘণ্টা আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
কামরুল ইসলাম আরও জানান, যাত্রীদের সকল অসুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকেট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্যে ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
সারাবাংলা/এসজে/রমু/আইই