Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ১৬:৩৭

ঢাকা: ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধদেরকে দুপুর দেড়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- শরিফুল ইসলাম (২২), তার ছেলে সোহাগ (৬), নুর নবী (১৮) ও বিল্লাল হোসেন (৩৫)।

শিশু সোহাগের মা সোনালী আক্তার জানান, তারা আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় থাকেন। তিনি গার্মেন্টসে চাকরি করেন। আর তার স্বামী শরিফুল রিকশা চালক। দুই ছেলে মেয়ের মধ্যে সোহাগ বড়। সকালে গার্মেন্টসে থাকা অবস্থায় খবর জানতে পারেন তাদের বাসায় আগুন লেগেছে। এতে তার স্বামী-সন্তান দগ্ধ হয়েছে।

তিনি জানান, তাদের বাসায় গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করা হয়। বাসার একটু দূরে ঝুট মিল আছে। কিন্তু কীভাবে তার স্বামী-সন্তান দগ্ধ হয়েছে তা জানাতে পারেননি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, শরিফুলের শরীরের ৯৮ শতাংশ, সোহাগের ২০, নুর নবীর ৪৩ ও বিল্লালের ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, আশুলিয়া জামগড়া এলাকায় একটি টিনসেড ঘরে বিস্ফোরণে আগুন ধরে যায়। সকাল ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ১১টার দিকে আগুন নির্বাপন করে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে টিনশেডের সাতটি ঘর আছে। পাঁচটি ঘরে গ্যাস সিলিন্ডার রাখা হতো। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদেরকে স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

দগ্ধ ৪

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর