Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্র ইভান হত্যায় আরও এক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ১৬:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রকে হত্যার এক বছর পর জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ মে) রাতে নগরীর কোতোয়ালী থানার হেমসের লেইন এলাকা থেকে অনিক দে অন্তু (২৬) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অনিকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। নগরীর হেমসেন এলাকায় তার বাসা।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে জানান, আসকার বিন তারেক হত্যাকাণ্ডে জড়িত আসামি অনিককে হেমসেন লেইন এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে অনিকের নাম পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরীর চেরাগি পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে দুই দল কিশোর-তরুণের মারামারির মধ্যে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামে এক তরুণ খুন হন। ইভান নগরীর বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। বাসা ছিল নগরীর এনায়েত বাজারে।

এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ইভানসহ মারামারিতে জড়িতরা সবাই নিজেদের ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দিতেন। বিভিন্ন সময় ছাত্রলীগের নামে বিভিন্ন মিছিল-সমাবেশেও তাদের দেখা যেত। উঠতি বয়সের এসব কিশোর-তরুণরা স্থানীয়ভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের অনুসারী হিসেবে পরিচিত। আবার এদের মধ্যে জামালখান, আন্দরকিল্লা, রহমতগঞ্জ- এ ধরনের বিভিন্ন এলাকাভিত্তিক উপগ্রুপ আছে।

বিজ্ঞাপন

রহমতগঞ্জ এলাকার বাসিন্দা সাব্বির সাদিক নামে একজনের নেতৃত্বে একটি উপগ্রুপ আছে। সাব্বির নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দেন। কাউন্সিলর শৈবাল এবং সাব্বির সাদিক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জামালখানে ফুটপাতের পাশে চেয়ারে বসা নিয়ে দুই উপগ্রুপের মধ্যে ঝগড়া একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। এর জেরেই প্রাণ হারান কলেজ ছাত্র ইভান।

সারাবাংলা/আইসি/ইআ

আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর