আমাজনে পদ্মা সেতুর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ব্রাজিল
১৩ মে ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ১৩ মে ২০২৩ ১৯:২৭
ঢাকা: বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী আমাজনে সেতু বানাতে পদ্মা সেতুতে কাজ করা প্রকৌশলী-কর্মচারীদের অভিজ্ঞতা কাজ লাগাতে চায় ব্রাজিল।
শনিবার (১৩ মে) রাজধানীর রমনায় ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬০তম কনভেনশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে আমাদের সক্ষমতাই শুধু দেখাইনি, আমাদের প্রকৌশলী থেকে শুরু করে একেবারে কর্মচারী পর্যন্ত যারা যারা সেখানে কাজ করেছেন প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে। এখন যেমন অনেক দেশ আমাদের কাছে আসছে। ব্রাজিল এখন আমাজন নদীতে ব্রিজ বানাতে চায়। আমরা বলে দিয়েছি, আমাদের লোক রেডি আছে, যখনই দরকার আমরা সহযোগিতার জন্য পাঠাব।’
স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান পুর্নব্যক্ত করে বাংলাদেশ কোনো জায়গায় পিছিয়ে থাকবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, পদ্মা সেতু নিয়ে যখন কথা উঠল এবং টাকা বন্ধ করে দিল। সঙ্গে সঙ্গে অন্য জিনিসগুলো (সংস্থা) তারাও টাকা বন্ধ করল দুর্নীতির অভিযোগে। চ্যালেঞ্জ দিয়েছিলাম যে, প্রমাণ করতে হবে। এর আগে বহুবার বহু ক্ষেত্রে ওই বিএনপি-এরশাদের আমলে অনেক জায়গা থেকে টাকা বন্ধ করেছে। তাদের কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার মতো মনের শক্তি ছিল না। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছি। আপনাদের প্রমাণ করতে হবে কোথায় দুর্নীতি? তারা পারেনি। কানাডার ফেডারেল কোর্ট বলে দিয়েছে সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা।’
আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু), আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সম্মানীয় সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।
সারাবাংলা/এনআর/আইই