যে দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিছু কিনব না: প্রধানমন্ত্রী
১৩ মে ২০২৩ ১৪:৫১ | আপডেট: ১৩ মে ২০২৩ ১৬:২৪
ঢাকা: কোনো দেশ স্যাংশন (নিষেধাজ্ঞা) দিলে তাদের কাছ থেকে বাংলাদেশ কিছু কিনবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোনো দেশের নাম উল্লেখ না করে র্যাবের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আরেকটা সিদ্ধান্ত নিতে বলেছি; এখন আবার স্যাংশন দেওয়ার একটা প্রবণতা। যাদের দিয়ে সন্ত্রাস দমন করি তাদের ওপর স্যাংশন। আমি বলে দিয়েছি, যে দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমি কিছু কিনব না।
তিনি বলেন, ‘আমার কী করবে? বাবা-মা ভাই সব মেরে ফেলে দিয়েছে। আমার তো হারাবার কিছু নেই। কিন্তু আমি আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
শনিবার (১৩ মে) রাজধানীর রমনায় ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬০তম কনভেনশন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এই দেশ আমরা স্বাধীন করেছি। ২৪ বছরের সংগ্রাম এবং যুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে। আমরা বিজয়ী জাতি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর আমাদের মাথা নিচু করে দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পর আবার আমরা বিশ্বসভায় আমাদের সেই মর্যাদা ফিরে আনতে সক্ষম হয়েছি।’
তার বক্তব্যে নিজের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে দেশের মানুষকে ভালোবেসে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে প্রকৌশলীদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি যে প্রকল্পেই নেই, চিন্তা করি আমার দেশের মানুষ কতটুকু উপকার পাবে। আর প্রকল্প শেষ হয়ে গেলে রিটার্ন কী আসবে? কত দ্রুত আসবে? যে কেউ একটা বিশাল অংকের টাকা নিয়ে কোনো প্রকল্পে আনলেই আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না। এটা আমি জানিয়ে দিচ্ছি এবং সেটা আমি করবও না। কারণ আমার দেশের জন্য প্রযোজ্য যেটা আমরা সেটাই করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মিলিটারি রুলারদের সময় কী ছিল? নিজের অনেক টাকা দিয়ে প্রজেক্ট বানিয়ে সেই টাকা পরের কাছে তুলে দিয়ে তাদের কাছে কমিশন খাওয়া। আমার দেশের টাকা আমি তুলে দেব আরেকজনের হাতে তার কাছ থেকে আবার কমিশন খাব? এই ধরনের মানসিকতা কেন থাকবে? এটা তো আত্মহননের শামিল। বরং একটা টাকা বাঁচাতে পারি কিনা সেই চেষ্টাটাই করতে হবে।’
সারাবাংলা/এনআর/আইই