Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ২২:৫৭ | আপডেট: ১৩ মে ২০২৩ ১২:৫৪

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘মোখা’ পরিস্থিতিতে আবহাওয়া অধিদফতর ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করেছেন। ফলে বন্দরের ইয়ার্ড ও জেটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক শুক্রবার (১২ মে) রাতে সারাবাংলাকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বর্তমানে পণ্যবাহী জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দরের জেটিতে অবস্থানরত মাদারভেসেলকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এ ছাড়া বন্দরে অবস্থানরত লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর দক্ষিণে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।

বন্দরের জেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট ভালো করে বেঁধে নিরাপদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মোখা’র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ চারটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। নিয়ন্ত্রণ কক্ষগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

সারাবাংলা/আরডি/একে

ঘূর্ণিঘড় চট্টগ্রাম বন্দর মোখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর