Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ সবার কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ২১:৩৮ | আপডেট: ১২ মে ২০২৩ ২১:৩৯

ঢাকা: আওয়ামী লীগ সবার কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

শুক্রবার (১২ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপির কারাবন্দি ও অসুস্থ নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ-বিদেশে সবার কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। গত দেড় দশকে অব্যাহত ভোট চুরি এবং লুটপাটের কারণে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। এরপর ক্ষমতা ধরে রাখতে বিদেশিদের কাছে ধর্ণা দিলেও লাভ হয়নি। আন্তর্জাতিক মহলের কাছেও আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ইতিমধ্যে আমাদের ১৭ জন নেতাকর্মী শহিদ হয়েছে। জনতার আন্দোলনে সরকার ভীত হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় মাটি নাই। এখন সরকারকে একটু ধাক্কা দিলেই তাদের মসনদ খান খান হয়ে যাবে। সেটা খুব শিগগিরই হবে এবং এই সরকারের পতনের মাধ্যমে জনগণের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে।’

সালাম বলেন, ‘সরকার তাদের পতন আসন্ন দেখে মরণকামড় দেওয়া শুরু করছে। তাই আমরা চূড়ান্ত আন্দোলন শুরু না করতেই তারা গায়েবি মামলা শুরু করেছে। এবার যতই ফন্দিফিকির করুক তারা ক্ষমতায় থাকতে পারবে না।’

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মোহাম্মদপুর থানা আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন তালুকদার টুয়েল, মো. নাসির ও আদাবর থানা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাজী ইউসুফসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

অগ্রহণযোগ্য আওয়ামী লীগ আবদুস সালাম টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর