Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিচার্স ট্রেনিং কলেজে আম পাড়তে গিয়ে গাড়িচালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ২১:২৩

ঢাকা: ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের স্টাফ কোয়ার্টারে গাছে উঠে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে চান্নু বিশ্বাস (৪২) নামে গাড়ি চালকের মৃত্যু হয়েছে। তিনি মাস্টার রোলে গাড়ি চালাতেন।

শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রান্নু বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের রান্নু বিশ্বাসের ছেলে। বর্তমানে স্ত্রী নার্গিস আক্তর ও এক ছেলেকে নিয়ে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের স্টাফ কোয়ার্টারে থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রেনিং কলেজের শিক্ষক মো. মনির হোসেন জানান, চান্নু কলেজে মাস্টার রোলে গাড়ি চালাতেন। বিকেলে আম পাড়তে গাছে ওঠেন। সেখানে বিদ্যুতের তারের সঙ্গে পায়ের স্পর্শ লেগে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় দ্রুত তাকে পপুলার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্ত্রী নার্গিস আক্তার জানান, তার স্বামী পাঁচ বছর ধরে মাস্টার রোলে কলেজের গাড়ি চালাতেন। এক ছেলেকে নিয়ে স্টাফ কোয়ার্টারেই থাকি। আজ বিকেলে গাছে উঠে আম পাড়তে গিয়ে পড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

আম পাড়া টিচার্স ট্রেনিং কলেজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর