Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ১৭:৫৪ | আপডেট: ১২ মে ২০২৩ ২১:১৪

কুয়াকাটা: কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে জিয়া কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সোহেল ফকিরের মেয়ে শারমীন (৫), ছেলে রুমান (৭) এবং সোহেলের ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয়রা জানান, বাড়ির সবার অগোচরে পাশের শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমেছিল তিন শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের তিনটি শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

৩ ভাই-বোনের মৃত্যু টপ নিউজ পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর