Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, প্রতি আসনে প্রার্থী ৬৯

ঢাবি করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ১১:৩৪ | আপডেট: ১২ মে ২০২৩ ১৫:৩৮

ঢাবি করেসপন্ডেন্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। আবেদনকারীর সংখ্যা বিবেচনায় আসন প্রতি লড়ছেন প্রায় ৬৯ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১২ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৮২টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য ৬৯জন শিক্ষার্থী লড়বেন। সর্বমোট ১ হাজার ৮৫১টি আসনের মধ্যে এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের বাইরে থাকায় উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এবারের ভর্তি যুদ্ধ। গত ৬ মে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে পর্দা নামবে ঢাবির এবারের ভর্তি পরীক্ষার।

সারাবাংলা/আরআইআর/এনইউ

ঢা‌বি পরীক্ষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর