ড্রেস কোড পরিবর্তন বিষয়ে আলোচনায় বসছেন প্রধান বিচারপতি
স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৩ ২০:৪৪ | আপডেট: ১১ মে ২০২৩ ২০:৫২
১১ মে ২০২৩ ২০:৪৪ | আপডেট: ১১ মে ২০২৩ ২০:৫২
ঢাকা: তাপ প্রবাহের কারণে আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের পোশাক (ড্রেস কোড) পরিবর্তনের বিষয়ে জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ১৩ মে (শনিবার) সকাল ১১টায় এ আলোচনা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ মে) এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
উচ্চ তাপমাত্রার পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেস কোড নির্ধারণ করতে প্রধান বিচারপতি বরাবর দুই আইনজীবী ও একটি সংস্থার পক্ষ থেকে আবেদন করা হয়।
সারাবাংলা/কেআইএফ/একে