Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসে কর দশমিক ৫০ শতাংশ করার দাবি বিজিএমইএ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৩ ২০:৩৪

ঢাকা: আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সরকারের কাছে নন-কটন পোশাক রফতানির উপর ১০ শতাংশ (রফতানি মূল্যের) হারে বিশেষ প্রণোদনা চায় বিজিএমইএ। সেইসঙ্গে পোশাক রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫০ শতাংশ কার্যকরের নীতি সহায়তা চেয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ এই সংগঠন।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন এসব দাবি জানান সংগঠনের সভাপতি ফারুক হাসান।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে ফারুক হাসান বলেন, ‘সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অর্থনীতি পরিচালনা করছে, যার প্রশংসা আন্তর্জাতিকভাবে আমরা পাচ্ছি। তবে বৈশ্বিক সংকটকে আমরা পাশ কাটাতে পারব না। বরং, কীভাবে আমরা আমাদের অর্থনীতিকে কিছুটা সুরক্ষিত রাখতে পারি, সেটিই হবে আমাদের কৌশল। ২০২১ সালের আগস্ট মাসে যেখানে আমাদের বৈদেশিক মুদ্রা ছিল ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার, এখন তা কমে ৩০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২০-২১ এ আমাদের রফতানি ছিল ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। সেটি ২০২১-২২ অর্থবছরে বেড়ে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার হয়। চলতি বছরের প্রথম ১০ মাসে আমরা ৩৮ দশমিক ৫৭ বিলিয়ন ডলার রফতানি করেছি, যা আগের বছর থেকে ৯ শতাংশ বেশি। তার মানে, আমরা রফতানি খাত থেকে ধারাবাহিকভাবে আয় বাড়ানোর পরও রিজার্ভ এর ওপর থেকে চাপ কমানো যাচ্ছে না।’

তিনি বলেন, ‘যখন রেমিট্যান্স ও রফতানি নেগেটিভ ধারায় প্রবেশ করে তখন রিজার্ভের উপর চাপ কমাতে আমাদের এগ্রেসিভ কৌশল নিতে হবে। এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখা, বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সার্বিকভাবে অর্থনীতির প্রবৃদ্ধির ধারা সুরক্ষিত রাখতে পোশাকখাতের সুরক্ষা ও রফতানি বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্রগুলোতে আরও সংবেদনশীল হওয়া ও গুরুত্ব দেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন

বাজেটকে সামনে রেখে বেশকিছু দাবি তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, ‘রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর এক শতাংশ থেকে হ্রাস করে আগের শূন্য দশমিক ৫০ শতাংশ করে আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর করা। তৈরি পোশাক শিল্পের অ্যাসেমেন্টর সময় কর আরোপকালে অন্যান্য আয়, যেমন- বিবিধ খরচকে অগ্রহণযোগ্য হিসেবে গণ্য করে স্বাভাবিক হারে (৩০ শতাংশ) কর আরোপ না করে করপোরেট কর ১২ শতাংশ হারে আরোপ করা। তৈরি পোশাক শিল্পের রফতানিকারকদের ইআরকিউ থেকে রফতানির প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য পরিশোধিত ফি থেকে উৎসে আয়কর কর্তনের হার ২০ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ করা।’

সেইসঙ্গে তৈরি পোশাক রফতানিতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর