Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৩ ১৪:০২

বগুড়া: বগুড়ায় আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১০ মে) রাত ১০ টার দিকে সদর উপজেলার নামুজা সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। তিনি বিভিন্ন হাটে গরু কেনা-বেচা করতেন।

নিহতের ছেলে আতিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে তার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে রাত ১০টার দিকে মটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়। পরে গ্রামের লোকজন গিয়ে তার বাবার মরদেহ উদ্ধার করে।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সারাবাংলা/ইআ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা