Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫ কোটি টাকা আত্মসাৎ, ফারইস্টের সাবেক এমডির বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ২১:৪৪

ঢাকা: প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিমা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ৩৪ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হেমায়েত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ মে) ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পাসিন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মঙ্গলবার (৯ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, প্রতারণা, জালজালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে তিনটি ব্যাংকে ১৫টি হিসাব খোলেন। হিসাবগুলোতে নিজেকে নমিনি দেখান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তৎকালীন এমডি মো. হেমায়েত উল্ল্যাহ। পরে কোম্পানির নামে তিনটি ব্যাংক হিসাব থেকে ৩৪ কোটি ৭২ লাখ টাকা ক্লিয়ারিংয়ের মাধ্যমে বর্ণিত হিসাবগুলো জমা করেন। পরবর্তী সময় উল্লিখিত অর্থ বর্ণিত হিসাবধারী ছাড়া বিভিন্ন ব্যক্তির মাধ্যমে নগদে উত্তোলন করে আসামি মো. হেমায়েত উল্ল্যাহ আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণীতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ (বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) বিভাগ থেকে মো. হেমায়েত উল্ল্যাহর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গিয়েছিল। দুদকের পর্যালোচনায় বেরিয়ে আসে, মো. হেমায়েত উল্ল্যাহ ওই পদে থেকে ক্ষমতার অপব্যবহা করে কোম্পানিতে কর্মরত সাত কর্মকর্তার (সাবেক এসইভিপি সৈয়দ আব্দুল মতিন, সাবেক ইভিপি মো. ইব্রাহিম, এসইভিপি মোহাম্মদ আব্দুল হালিম, ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নান, ইভিপি মো. মাহবুবুল মাওলা, সাবেক ইভিপি এইচ এম নুরুল কবীর তৌহিদী ও মোস্তফা জামান হামিদী স্বাধীন) নামে গুলশানের ওয়ান ব্যাংকে হিসাব খোলেন। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখায় ওই কর্মকর্তাদের নামে ১৩টি হিসাব এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তোপখানা রোড শাখায় একই পদ্ধতি অবলম্বন করে আরও দুটি হিসাব খোলেন। সবগুলো হিসাবে নিজেকে নমিনি করেন। হিসাবগুলোতে ক্লিয়ারিংযের মাধ্যমে স্থানান্তর করেন ৩৪ কোটি ৭২ লাখ টাকা। এবং পরবর্তীতে সেই টাকা তুলে নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ফারইস্ট মামলা সাবেক এমডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর