Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দিনের রিমান্ডে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩ ১৮:৪৫ | আপডেট: ১০ মে ২০২৩ ২১:৫৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এনএবি হেফাজতে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আল কাদির ট্রাস্ট মামলায় ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) আবেদনের প্রেক্ষিতে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালত ভিন্ন এক শুনানিতে ইমরান খানকে তোষখানা মামলায় অভিযুক্ত করেছেন। বুধবার (১০ মে) দু’টি শুনানিই ইসলামাবাদের পুলিশ লাইন্সে বিশেষ আদালতে অনুষ্ঠিত হয়।

আল কাদির ট্রাস্ট মামলার শুনানিতে এনএবি ইমরান খানের ১৪ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক মোহাম্মদ বশির এ সময় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইমরান খানের আইনজীবী খাজা হারিস এনএবির রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তিনি তার যুক্তিতে বলেন, মামলাটি ব্যুরোর কর্মপরিধির মধ্যে পড়ে না। এনএবি কোনো তদন্ত প্রতিবেদন আদালতে দেয়নি।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র‍্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে ইমরান খানকে গ্রেফতার করে এনএবি। এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় ইসলামাবাদ পুলিশ। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়।

তবে নিরাপত্তা ইস্যুতে ইসলামাবাদ হাইকোর্টে নেওয়া হয়নি ইমরান খানকে। পুলিশ লাইন্সেই তার জন্য বিশেষ ব্যবস্থায় আদালত বসানো হয়।

ইমরান খানের গ্রেফতারে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে তার দল পিটিআই’র কর্মী-সমর্থকরা। পিটিআই কর্মী-সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। টালমাটাল অবস্থা নিয়ন্ত্রণে পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায়ও প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইমরান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর