Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোখা’র প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, বাতাসের গতি ৬০ কিলোমিটার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৯:০৪ | আপডেট: ১০ মে ২০২৩ ২১:৫৭

ঢাকা: সাগরে একদিন আগে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে রূপ নিয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর হচ্ছে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১০ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।

সেখানে আরও বলা হয়, নিম্নচাপটি বুধবার (১০ মে) দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫১৫ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৩৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪৬৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিলো। এটি আরও ঘণীভূত হয়ে আগামীকাল বৃহস্পতিবার (১১ মে) উত্তর, উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর, উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে, গভীর নিম্নচাপ আগামীকাল থেকে অর্থাৎ ১১ মে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি এই ঘূর্ণিঝড় মোখা আগামী ১৩ থেকে ১৪ মে এর মধ্যে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় মোখা, রূপ নিতে পারে সুপার সাইক্লোনে

সারাবাংলা/জেআর/এমও

ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগর বাতাসের গতি মোখা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর