বেনাপোলে প্রায় আড়াই কেজি সোনাসহ ২ পাচারকারী আটক
১০ মে ২০২৩ ১৮:১১ | আপডেট: ১০ মে ২০২৩ ১৯:৪৯
বেনাপোল: যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক ২ পাচারকারী হলো- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাবলুর রহমান (৩৬)।
বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে বিজিবি-২১ ব্যাটালিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ ২ পাচারকারীকে আটক করে।
বিজিবি জানায়, শার্শার পাচভুলোট সীমান্ত পথে ভারতে সোনার একটি চালান পাচারের সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে দুই কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, দুই কেজি ৩০০ গ্রাম সোনাসহ দুই পাচারকারী আটক হয়েছে। তাদের শার্শা থানায় এবং উদ্ধার করা সোনা সরকারের কোষাগারে জমা করা হবে।
সারাবাংলা/এমও