গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩ ১৭:২০
১০ মে ২০২৩ ১৭:২০
টানা দ্বিতীয় দিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক ফিলিস্তিনি নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন অন্তত একজন।
এদিকে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরাইলে একাধিক রকেট হামলা চালানো হয়েছে বলেও আল জাজিরার খবরে বলা হয়েছে।
গাজা শহর থেকে আল জাজিরার এক প্রতিনিধির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি হামলা যেসব স্থাপনায় করা হয়েছে সেগুলোর কয়েকটি আল কুদুস ব্রিগেডের ক্যাম্প।
উল্লেখ্য, আল কুদুস ব্রিগেড হলো ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা। গতকাল মঙ্গলবারও ইসলামিক জিহাদের শীর্ষ তিন নেতার বাসস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে ওই তিন নেতাই নিহত হন। তবে ইসরাইলি ওই হামলায় শিশুসহ মোট ১৫ জন নিহত হয়।
সারাবাংলা/আইই