মোখা মোকাবিলায় প্রস্তুত আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা প্রচার
১০ মে ২০২৩ ১৭:১৮ | আপডেট: ১০ মে ২০২৩ ১৭:৪৩
ঢাকা: ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘আমরা এরইমধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছি। কক্সবাজারের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। যেহেতু রোহিঙ্গারা টেকনাফে অবস্থান করছে সেহেতু তাদের বিষয়টাও দেখতে হচ্ছে। আগাম সতর্কবার্তা প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।’
বুধবার (১০ মে) সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, ঘূর্ণিঝড়ের সময় সেখানকার মানুষের জন্য ১৪ টন শুকনো খাবার, ২০০ টন চাল আর ২০ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ডও প্রস্তুত রয়েছেন। আমরা সব মাছ ধরার নৌকা উপকূলে নিয়ে আসার জন্য বলেছি। ১টি জেলায় মোখা আঘাত হানতে পারে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আম্পান, সিত্রাংয়ের মতো অনেক ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি। মৃত্যু জিরোতে নিয়ে এসেছি। ১৯৭০ সালে যেখানে ২ লাখ লোক মারা গেছে, এখন সেখানে শূন্য। এবারও মানুষের জানমাল রক্ষা করতে পারবো।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, সাগরে একদিন আগে তৈরি হওয়া নিম্নচাপ আগামীকাল থেকে অর্থাৎ ১১ মে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ১৩ থেকে ১৪ মে এর মধ্যে কক্সবাজার উপকূলে ১৮০ থেকে ২২০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।
আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় মোখা, রূপ নিতে পারে সুপার সাইক্লোনে
সারাবাংলা/জেআর/এমও