Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৫:২০ | আপডেট: ১০ মে ২০২৩ ১৮:৫২

ঢাকা: আগামী শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে শনিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত সাত ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানা গেছে। এ কারণে ওই সময়ে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১০ মে) এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য সড়কে শুক্রবার রাতে সাত ঘণ্টা সবধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারি ও পণ্যবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/এসজে/এমও

টপ নিউজ বিমানবন্দর সড়ক বেবিচক

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর