Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন পেয়েই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাল ইনসানিয়াত বিপ্লব

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৩:০৩ | আপডেট: ১০ মে ২০২৩ ২৩:২৬

ঢাকা: সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রশ্নবিহীন নির্বাচনের দাবি জানিয়েছে সদ্য ইসির নিবন্ধন পাওয়া দল ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’।

বুধবার (১০ মে) দলটির মহাসচিব রায়হান রাহবার সারাবাংলা’র সঙ্গে আলাপকালে এ দাবি জানান। কথা বলেন ইসির নিবন্ধন, নির্বাচন, দলের আগামীর ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রায়হান রাহবার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, নতুন রাজনৈতিক দল হিসাবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। কারণ রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। সুতরাং নির্বাচন না করার কোন সুযোগ নেই। আমরা চাই দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। আমাদের দাবি সবার অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। যেন কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে যাবেন কিনা? এমন প্রশ্নের জবাবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’-এর মহাসচিব বলেন, জোটে যাব নাকি এককভাবে নির্বাচন করব। সেটা সিদ্ধান্ত নেবে দলের নীতিনির্ধারকেরা।

তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই ধরনের কিছু চায় না। আমরা চাই যেভাবেই নির্বাচন হোক না কেন, সেটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

দলের নিবন্ধন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ২০১৭ সালে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। তখন আমাদের দলসহ আরও ৭৬টি রাজনৈতিক দল ইসির নিবন্ধনের জন্য আবেদন করেছিল। কিন্তু কোন দলকেই কমিশন নিবন্ধন দেয়নি। এর প্রতিবাদে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। আদালত আমাদের পক্ষে রায় দেয়, তারপর ইসি আপিল করে। সর্বশেষ গত ২২ জানুয়ারি আপিল বিভাগও আমাদের পক্ষে রায় বহাল রাখে। ফলে নির্বাচন কমিশন আদালতের নির্দেশে গতকাল ৯ মে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয়। আমাদের দলের প্রতীক আপেল এবং রাজনৈতিক কার্যালয় রাজধানীর গুলশান-১।

ইনসানিয়াত বিপ্লব একটি মানবিক রাজনৈতিক দল উল্লেখ করে রায়হান রাহবার বলেন, মানবিক দল হিসেবে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবিক অধিকার নিয়ে কাজ করব। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি নিজে নারায়ণগঞ্জ থেকে আপেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।

তিনি বলেন, আমাদের দলের সভাপতির নাম আল্লামা ইমাম হায়াত। আর দলের প্রধান উপদেষ্টা ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ। আমাদের দলের সভাপতি ও মহাসচিব দুইজনের বাড়ি চট্রগ্রামের মীরসরাইয়ে।

তিনি আরও বলেন, আমাদের দলের সভাপতি একজন শিক্ষক, যার পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর আমি (মহাসচিব) একজন প্রকৌশলী। আমার আবাসন ব্যবসা রয়েছে।

আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে রায়হান রাহবার বলেন, আমরা নতুন দল, আমাদের এতো বেশি সক্ষমতা নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ মে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশে দলটি নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটির নিবন্ধন নম্বর ৪৬, প্রতীক আপেল। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে- রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং Civil Petition for leave to Appeal No. 2233 of 2019 এর উপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 (PO No. 155 of 1972 ) এর Chapter VIA এর বিধান অনুযায়ী বাড়ি-০২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য “আপেল” প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৪৬।

# ইসির নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

সারাবাংলা/জিএস/এনইউ

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর