Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসা থেকে টেলিভিশন কর্মীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ১৬:১১ | আপডেট: ৯ মে ২০২৩ ১৬:১৯

ঢাকা: রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কুদরত ই খুদা হৃদয় (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি যমুনা টেলিভিশনের অনলাইনে কাজ করতেন।

মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে কলাবাগান লেক সার্কাসের একটি বাসার ৮তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে ৯৫ নম্বর লেক সার্কাসের আট তলার ছাদের ওপরের একটি কক্ষ থেকে শায়িত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হৃদয়ের সঙ্গে একজন মেয়ে বন্ধু ছিলেন। তিনি জানিয়েছে, হৃদয় গলায় ফাঁস দিয়েছেন।

এসআই আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, হৃদয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। হৃদয়ের বন্ধবী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে হৃদয়ের বোন জামাই টিএম আরিফুজ্জামান ইমন বলেন, ‘হৃদয়ের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর উত্তর ধানবান্দি গ্রামে। বাবার নাম আরিফ আহমেদ মিঠু। সকালে গ্রাম থেকে সংবাদ পেয়ে কলাবাগানের বাসায় গিয়ে হৃদয়কে মৃত অবস্থায় দেখতে পাই। এ সময় কলাবাগান থানার পুলিশ উপস্থিত ছিল। হৃদয় যমুনা টিভির অনলাইনে কাজ করতো।’

তিনি আরও বলেন, ‘বাসায় গিয়ে পুলিশের কাছ থেকে জানতে পারি হৃদয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বাসায় হৃদয়ের এক মেয়ে বন্ধু ছিল। সে এখন পুলিশ হেফাজতে আছে। তবে কি ঘটনা ঘটেছে এখনও বিস্তারিত জানতে পারি নাই।’

সারাবাংলা/এসএসআর/ইআ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর