প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, জাহাঙ্গীরের মা পেলেন টেবিল ঘড়ি
৯ মে ২০২৩ ১২:১৩ | আপডেট: ৯ মে ২০২৩ ১৪:২৮
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে রিটার্নিং কর্মকর্তা। বরাদ্দকৃত প্রতীক অনুযায়ী, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খতুন পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক। অপর দুই স্বতন্ত্র প্রার্থী মো. হারুন আল রশীদ ঘোড়া এবং সরকার শাহানুর ইসলাম পেয়েছেন হাতি।
মঙ্গলবার (৯ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন পেয়ছেন লাঙ্গল। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়রপ্রার্থী গাজী আতাউর রহমান পেয়েছেন হাতপাখা, গণফ্রন্টের আতিকুল ইসলাম পেয়েছেন মাছ এবং জাকের পার্টির মো. রাজু আহমেদ পেয়েছেন গোলাপফুল প্রতীক।
জানা গেছে, সোমবার (৮ মে) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে সংরক্ষিত নারী কাউন্সিলর পদের কেউ তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্বাচনে চুড়ান্তভাবে মেয়র পদে আট জন সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন, সাধারণ কাউন্সিল পদে ২৮৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
জানা গেছে, গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে ইভিএমে ভোটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: গাজীপুর সিটিতে প্রতিদ্বন্দ্বিতায় ৮ মেয়র ও ৩১৬ কাউন্সিলর প্রার্থী
সারাবাংলা/জিএস/ইআ