বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ যুবকের
৮ মে ২০২৩ ১৭:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে বাসচাপায় একই মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
সোমবার (৮ মে) সকালে উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নে গহিরা-হেয়াঁকো সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সাহাব উদ্দিন (২০) ও দৌলত খান (২৪)। তাদের বাড়ি দাঁতমারা ইউনিয়নে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে জানান, দ্রুতগামী বাসটি খাগড়াছড়ির রামগড় অভিমুখী ছিল। সকাল ১০টার দিকে বিপরীতমুখী মোটর সাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেলসহ বাসের নিটে চাপা পড়ে দু’জন গুরুতর আহত হন।
দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে দু’জনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেন। দুর্ঘটনার পর পুলিশ রামগড়গামী বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে ওসি জানান।
সারাবাংলা/আরডি/একে