খালে ভাসছে টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৩ ২২:০৮ | আপডেট: ৭ মে ২০২৩ ২২:১৫
৭ মে ২০২৩ ২২:০৮ | আপডেট: ৭ মে ২০২৩ ২২:১৫
খালে ভাসছে টাকা। আর তা পেতে দলে দলে মানুষ ঝাঁপিয়ে পড়ছেন খালের কালো নোংরা পানিতে। সফলও হচ্ছেন তারা। টাকা হাতে নিয়ে পারে উঠছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি প্রতিবেশী দেশ ভারতের বিহার রাজ্যের।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সাসারাম মফস্বল থানা এলাকায় মোরাদাবাদ সেতুর কাছে এ ঘটনা ঘটেছে। প্রথমে একটি শিশু খালে টাকা অবহেলায় ভেসে যেতে দেখে। এ খবর দ্রুতই ছড়িয়ে পড়ে। তাতে এলাকার সাধারণ মানুষ জড়ো হন। অনেকেই খালে নেমে নোট উদ্ধার করেছেন। খালে ভেসে যাওয়ার বান্ডিলে ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট রয়েছে।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়। তবে হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, পুলিশ গিয়ে ঘটনাস্থলে টাকার হদিস পায়নি।
টাকাগুলো কোথা থেকে আসলো সে ব্যাপারে কিছু জানা যায়নি।
সারাবাংলা/আইই