আরব লিগে ফিরছে সিরিয়া
৭ মে ২০২৩ ২১:০৭ | আপডেট: ৮ মে ২০২৩ ০৯:১৯
সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠন আরব লিগ। রোববার (৭ মে) আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক সভায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। লিগের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আঞ্চলিক চাপের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্তে বলা হয়েছে, সিরিয়া পুনরায় আরব লিগের বৈঠকে অংশ নিতে পারবে। আগামী ১৯ মে সৌদি আরবে আরব লিগের সম্মেলনে সিরিয়াকে পুনরায় জোটভুক্ত করা হবে।
রোববার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আরব লিগের সদর দফতরে পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে আরব লিগের মহাসচিব ও মুখপাত্র গামাল রুশদি এসব সিদ্ধান্তের কথা জানান।
সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ সিরিয়া এবং প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে জোর দিচ্ছে। কিন্তু কাতার, জর্ডানসহ অন্যরা সিরিয়া সংঘাতের রাজনৈতিক সমাধান ছাড়া সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিককরণের বিরোধিতা করছে।
সভায় কোনো কোনো দেশ আরব লিগে সিরিয়ার প্রত্যাবর্তনের জন্য শর্ত আরোপের পক্ষেও মতামত দিয়েছে। গত সপ্তাহে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়াকে আরব লিগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত কেবল গ্রহণযোগ্যতা অর্জনের জন্য খুব দীর্ঘ, কঠিন এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়ার একটি সূচনা।
উল্লেখ্য, ২০১১ সালে কথিত আরব বসন্তের আঁচ লাগে সিরিয়াও। সেসময় একটি সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীকে হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ওই ক্র্যাকডাউনের প্রতিবাদে আরব লিগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে। অনেক আরব রাষ্ট্র দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়। পরে সিরিয়াজুড়ে ধ্বংসাত্মক গৃহযুদ্ধ শুরু হয়।
সারাবাংলা/আইই