‘আ.লীগ ভিন্ন মোড়কে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছে’
৭ মে ২০২৩ ১৯:২১ | আপডেট: ৭ মে ২০২৩ ২০:৪৯
ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। চুরি করে, নির্যাতন করে, জেলে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। সারাদেশে অসংখ্য সাংবাদিক, গণতন্ত্রকামী মানুষ এমনকি সাধারণ মানুষের বিরুদ্ধেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে।
রোববার (৭ মে) দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনীতি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে। জনগণ এখন তার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিএনপি ক্ষমতায় থাকাকালীন পার্লামেন্টে আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি পাস করে। এর পর ২০০১ ও ২০০৮ সালে সেই বিধান অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। তখন কোনো অরাজকতার সৃষ্টি হয়নি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বিধান অমান্য করে দলীয়ভাবে ক্ষমতায় থেকে পর পর দুটি নির্বাচন দিয়েছে। আওয়ামীলীগ অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনগুলো দিয়েছে। যেগুলোতে বিএনপি অংশ নেয়নি। কারণ, তারা সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সারাদেশে নির্যাতন, গ্রেফতার সহ সড়যন্ত্রমূলক ত্রাসের সৃষ্টি করেছে। বিএনপির প্রত্যেক নেতার বাড়িতে তারা তল্লাশি চালিয়ে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে মাঠ থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। এইভাবে তারা আগের রাত্রেই ভোট করে ফেলছে। বিরোধীদল যেন সামনে দাঁড়াতে না পারে তাই তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, দলীয়ভাবে ক্ষমতায় থেকে এরকম কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, তাদের মতামতের প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে আমরা আন্দোলন করে চলেছি। এই আন্দোলনে হাজার হাজার নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। তারপরেও আমরা থেমে থাকিনি।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মামলা দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমাদের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতারা।
সারাবাংলা/পিটিএম