Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা ও চট্টগ্রামের ২ মামলায় মামুনুল হকের জামিন বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১৭:০৪

ঢাকা: ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ‍দু’টিতে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রোববার (৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

এর আগে, ৩ মে মামুনুল হকের জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে তাকে ঢাকার পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় জামিন দেন হাইকোর্ট।

এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

আজ দুই মামলার শুনানি শেষে আদালত মামুনুল হকের জামিন বহাল রেখেছেন। বাকি তিন মামলার এখনও শুনানি হয়নি।

ওইদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

পরে আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানান, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের ৫ মামলাসহ মোট ১৮টি মামলায় জামিন পেয়েছেন মামুনুল হক। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৪১টি।

এর মধ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সহিংসতা ও নারায়ণগঞ্জের রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে দু’টি মামলা হয়। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও হন মামুনুল হক। এক পর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ওই নারীসহ ছাড়িয়ে নেন হেফাজত কর্মীরা।

বিজ্ঞাপন

এরপর একই বছরের ১৮ এপ্রিল মাওলানা মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

সারাবাংলা/কেআইএফ/ইআ

মওলানা মামুনুল হক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর