Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১৫:১১ | আপডেট: ৭ মে ২০২৩ ১৭:৩৬

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির কবি ছিলেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলার স্থপতি নামক গ্রন্থ উন্মোচন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি। তিনি(বঙ্গবন্ধু) জানতেন জনগণের কাছে কখন কি পেশ করতে হবে। জনগণের মন বুঝতেন বঙ্গবন্ধু। পাকিস্তান সৃষ্টির পরেই তিনি দেশের স্বাধীনতার পরিকল্পনা করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর তিনি ৬ দফা দাবি উত্থাপন করেছিলেন। এতে পাকিস্তান প্রশাসন ক্ষুব্ধ হয়েছিল। তাকে আপোষ করতে বলা হলেও তিনি তা করেননি, কারণ সেটা ততোদিনে হয়ে উঠেছিল জনগণের দাবি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হচ্ছে। তবে ইদানীং দেখা যাচ্ছে বইয়ে ইতিহাস বিকৃতি করা হচ্ছে, মান ঠিক থাকছে না। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইগুলোর নির্দিষ্ট মানদণ্ড প্রয়োজন, যেন ইতিহাস বা তথ্য বিকৃতি না হয়। বিবিসি অনলাইনে এক জরিপ করেছিল, যাতে পুরো বিশ্ব থেকে বাঙালিরা অংশগ্রহণ করেছিল। সে জরিপে উঠে এসেছিল বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বাঙালি জাতিসত্তার উন্মেষ ঘটেছিল ৫ হাজার বছর আগে। কিন্তু তারা কেউ স্বাধীন ছিল না। খণ্ড খণ্ড দু একটি রাজ্য স্বাধীন থাকলেও বেশিরভাগই ছিল পরাধীন। তবে বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, তারা বারবার বিদ্রোহ করেছে। ক্ষুদিরাম, সূর্যসেন, তিতুমীর বাঙালির স্বাধীনতার ইতিহাসের উজ্জ্বল উদাহরণ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন মতিন, পিআইবির ডিজি জাফর ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকারসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/ইআ

টপ নিউজ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর