Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
৭ মে ২০২৩ ১৩:৫২ | আপডেট: ৭ মে ২০২৩ ১৭:১৮

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুকধারী আটজনকে গুলি করে হত্যা করেছে। অঙ্গরাজ্যের রাজধানী ডালাসের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত অ্যালেন শহরের একটি শপিং মলে এ ঘটনা ঘটে। বিবিসির খবর।

স্থানীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ বছর বয়সী শিশুও রয়েছে। নিহতদের বয়স ৫ থেকে ৫১ বছরের মধ্যে। আহতদের মধ্যে অন্তত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত।

বিজ্ঞাপন

অ্যালেন শহরের কর্মকর্তা জোনাথন বয়েড জানান, বন্দুকধারীসহ সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। একজন পরে হাসপাতালে মারা যান।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় সে একাই জড়িত ছিল বলেও মনে করে পুলিশ।

অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে বলেন, একজন পুলিশ কর্মকর্তা বন্দুকের গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যান। তিনি বন্দুকধারী ব্যক্তিটির সঙ্গে সংঘর্ষে জড়ান। ওই পুলিশের গুলিতে ঘটনাস্থলেই বন্দুকধারীর মৃত্যু হয়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে ‌‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, গুলিবর্ষণের ঘটনার পর শপিং মলের বাইরে শত শত লোক আত্মসমর্পণ ভঙ্গিমায় হাত উপরে তুলে শান্তভাবে হাঁটছেন।

একজন অজ্ঞাত প্রত্যক্ষদর্শী স্থানীয় ডব্লিউএফএএ টিভিকে বলেন, বন্দুকধারী ফুটপাথে হেঁটে নির্বিচারে গুলিবর্ষণ করছিল। কালো পোশাক পরা বন্দুকধারীর ভঙ্গিমা ছিল আক্রমণাত্মক।

সারাবাংলা/আইই

টপ নিউজ টেক্সাস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর