Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাক চাপায় অজ্ঞাত যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১১:৫৯

ঢাকা: রাজধানীর কমলাপুরে ট্রাক চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

রোববার (৭ মে) সকাল ১১টার দিকে এক সিএনজি অটোরিকশা চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিএনজি অটোরিকশা চালক মো. রাসেল জানান, কমলাপুর মোড় থেকে এক ট্রাফিক সার্জেন্ট আহত ওই যুবককে তার গাড়িতে উঠিয়ে দেন। ওই সার্জেন্ট জানিয়েছেন ট্রাক চাপায় তিনি আহত হয়েছেন। আরেক পথচারীর মাধ্যমে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। তবে হাসপাতালে নেওয়ার পর ওই পথচারী পালিয়ে যান। আহত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এক সিএনজি চালক ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি সিএনজি চালক। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রাক চাপায় নিহত

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর